এবারও সাংবাদিকদের হাতে ঈদ উপহার তুলে দিলেন গোপালগঞ্জের ডিসি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
গোপালগঞ্জ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের হাতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে "ঈদ উপহার" (পোলাওয়ের চাল, তেল, মসুর ডাল, চিনি, সেমাই, গুঁড়া দুধ, নুডুলস, কফি) তুলে দিলেন ডিসি শাহিদা সুলতানা।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকালে গোপালগঞ্জ সার্কিট হাউজের মিলনায়তনে গোপালগঞ্জ জেলায় বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যদের হাতে এ ঈদ উপহার তুলে দেন তিনি।
এ সময় তিনি বলেন, ঈদ মানে আনন্দ, সকলে মিলে মিশে সেই আনন্দ ভাগ করে নিতে তাঁর এই ক্ষুদ্র প্রয়াস।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাশেদুর রহমান, গোপালগঞ্জ সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. মহসিন উদ্দিন, গোপালগঞ্জ প্রেসক্লাবের মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, গোপালগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন (জিইউজে)-এর সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ও কবি মো. জাহাঙ্গীর হোসেন, আহম্মেদ আলী খান, রবীন্দ্রনাথ অধিকারী, মোজাম্মেল হোসেন মুন্না, এস এম হুমায়ুন কবির, আরিফুল হক আরিফ, সেলিম রেজা, নতুন শেখ, কে এম শফিকুর রহমান, মিজানুর রহমান মানিক, এস এম সাব্বির, কাজী সেলিম নয়ন, গোলাম কাদের, তরিকুল ইসলাম সহ জেলায় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যগন উপস্থিত ছিলেন।
এসএ/