রাজবাড়ীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ১


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


রাজবাড়ীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ১

রাজবাড়ীর পাংশায় ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মাহাবুবুর রহমান (৩৬) নামে এক প্রাইভেটকার চালকের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ছয়টার দিকে পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মাহাবুবুর রহমান সিরাজগঞ্জ সদর উপজেলার আমলাপাড়া এলাকার আবুল কালামের ছেলে।

পাংশা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী জানান, কুষ্টিয়াগামী তরমুজবাহী একটি ট্রাক রাস্তার বাঁক অতিক্রমকালে রাজবাড়ীমুখী প্রাইভেটকারটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িই রাস্তার দুপাশে ছিটকে পড়ে। এসময় ঘটনাস্থলেই প্রাইভেটকার চালকের মৃত্যু হয়। 

ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে বলেও জানান তিনি। 

সংবাদ পেয়ে পাংশা মডেল থানা ও পাংশা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। 

এসএ/