এবারের ঈদযাত্রা আগের যেকোনো বছরের তুলনায় স্বস্তিদায়ক: কাদের
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার সড়কের অবস্থা বেশ ভালো। এবারের ঈদযাত্রা আগের যেকোনো বছরের তুলনায় অনেক স্বস্তিদায়ক।’
শনিবার (৩০ এপ্রিল) রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ওবায়দুল কাদের।
সারা দেশের সড়ক ও পরিবহণ ব্যবস্থার চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, ‘দেশের সড়কগুলো সংস্কার করা হয়েছে। নতুনভাবে নির্মিত সড়কগুলো বেশিরভাগই খুলে দেওয়া হয়েছে। যেকোনো সময়ের চেয়ে এবার সড়কের অবস্থা ভালো। ফলে এবার যাত্রীদের যাতায়াতে অসুবিধা হবে না আশা করছি।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘আগে গাজীপুরের যে জায়গাটায় যানজট ছিল, সেখানেও গাড়ি চলাচল করছে। এ পথে যাতায়াতকারীদের আগের মতো বিড়ম্বনায় পড়তে হবে না।’
পরিবহণে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘অতিরিক্ত ভাড়া নেওয়ার কারণে চারটি কাউন্টারকে জরিমানা করা হয়েছে। বাস টার্মিনালগুলোতে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত রয়েছে। যাত্রীদের অভিযোগ পেলে তারা ব্যবস্থা নিচ্ছে।’
এসএ/