৯ স্ত্রীকে খুশি রাখতে সহবাসসূচি!


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


৯ স্ত্রীকে খুশি রাখতে সহবাসসূচি!

বহু বিয়ে নিয়ে নানা দেশেই নানা কাহিনী শিরোনামে আসে। সামাজিক মাধ্যমে ঝড় তুলে। ঘুরে বেড়ায় লাখো মানুষের ওয়ালে ওয়ালে কিংবা পোস্টে। তেমনি এবার আলোচনায় এসেছেন আমেরিকার ওয়াশিংটনের এক নাগরিক। পেশায় মেডেল এই ব্যক্তির রয়েছে ৯ জন স্ত্রী। সবার সঙ্গে আইন মেনেই বিয়ে করেছেন তিনি। 

শুরু দিকে জীবন হাওয়ায় উড়তে থাকলেও, ৯ স্ত্রী হবার পর একটু বিপাকেই পড়েছেন আর্থার ওরসো নামের এই মার্কিন মডেল। কারণে, কোন স্ত্রীই তার অধিকার ছাড়তে নারাজ। 

সব স্ত্রী যখন শর্ত দিলেন, আর যাই হোক স্বামীর সঙ্গে রাত্রিবাস বা শয়নশয্যা ভাগাভাগি করতে নারাজ তারা। তাদের সোজা কথা, শরীরি চাহিদা মেটাতেই হবে স্বামীকে। 

আর এনিয়েই এখন চোখে অন্ধকার দেখছেন ওরসো। শেষ পর্যন্ত বাধ্য হয়েছেন, ৯ স্ত্রীর সঙ্গে সহবাসের জন্য একটি সময়সূচি বা রোস্টার তৈরি করতে। 

মডেল ওরসো এটিকে বলছেণ ‘সেক্স রোটা’। আর এই অভিনব রোটার কথা প্রকাশ্যে আসতেই ভাইরাল। ওরসো জানান, জীবনযাপন স্বাভাবিক রাখতেই তাকে এমন ব্যবস্থা নিতে হলো। 

এক সাক্ষাৎকারে আর্থার জনান, ৯ স্ত্রীকে খুশি রাখতে তাকে একাধিক কাজ করতে হয়। তাঁদের যৌন চাহিদা পূরণ করতে বিভিন্ন উপায় অবলম্বন করতে হয় বলেও জানান এই মার্কিন মডেল।

তবে ৯ স্ত্রীকে খুশি রাখতে তিনি হাঁপিয়ে যান। মাঝে মধ্যে তার মনে হয়, নিজের খুশির জন্য তিনি যৌনতায় লিপ্ত হচ্ছেন না। 

৯ স্ত্রীকে খুশি রাখতে যে সেক্স রোটা তৈরি করেছেন, তা মেন চলতেই তাঁকে একের পর এক যৌন সম্পর্কে লিপ্ত হতে হচ্ছে বলে মনে করেন আর্থার। 

তিনি স্বীকার করেছেন, সহবাসের সূচি তিনি সব সময় অনুসরণ করতে পারেন না। তখন তিনি নিজেই এই সূচি ভেঙ্গে ফেলেন। তবে এজন্য সংশ্লিষ্ট স্ত্রীকে নতুন সময় দিতি হয় তাকে। 

এক দিক দিয়ে বেঁচে গেছেন ওরসো। তিনি যদি অন্য কাউকে শয্যাসঙ্গিনী হিসেবে কোনওদিন নিয়ে আসেন, তাহলে তাঁর স্ত্রীরা কিছু মনে করেন না। 

তবে ৯ জন স্ত্রীর মধ্যে কাউকে কোনও দিন দামি কোন উপহার দিলে, অন্যদের মন খারাপ হয়ে যায় বলে জানান মার্কিন মডেল আর্থার ওরসো।

এসএ/