চুয়াডাঙ্গায় গাছের ডাল পড়ে শিশু নিহত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় গাছের ডাল পড়ে রাহুল আহমেদ (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৭ মে) সকাল ১১ টার দিকে উপজেলার জামজামি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে এ দূঘটনা ঘটে। নিহত রাহুল জামজামি গ্রামের রবিউল ইসলামের ছেলে ও জামজামি সরকার প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আরিফুল ইসলাম বলেন, জামজামি ক্যানালের দুই খালের মাঝে সরকারিভাবে গাছ কাটা হচ্ছে। সেখানে আজ সকালে শিশু রাহুল গাছ কাটা দেখতে যায়। এসময় গাছের একটি ডাল ভেঙ্গে তার মাথার উপর পড়লে গুরুতর আহত হয়। পরে স্থানীয় তাকে উদ্ধার করে আলমডাঙ্গা শহরের ফাতেমা ক্লিনিলে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম বলেন, আমি বিষয়টি জেনেছি। বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।
এসএ/