নৌরুটে ঢাকামুখী যাত্রীদের উপচেপড়া ভিড়


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


নৌরুটে ঢাকামুখী যাত্রীদের উপচেপড়া ভিড়

ঈদুল ফিতরের ছুটি শেষে বৃহস্পতিবার (৫ মে) খুলেছে সরকারি-বেসরকারি অনেক অফিস। এ অবস্থায় রাজধানীমুখী যাত্রীর ভিড় বেড়েছে। তবে প্রচণ্ড গরমে যাত্রীদের অসহনীয় দুর্ভোগ ঘাট এলাকায়।

শনিবার (৭ মে) সকাল ৯টা থেকে বেলা সাড়ে ২টা পর্যন্ত লঞ্চ টার্মিনালে গিয়ে এমনটাই দেখা যায়।

সদরঘাট লঞ্চ টার্মিনালে আজ সকাল থেকে ছিল ঈদের আনন্দ শেষে ব্যস্ত নগরীতে কর্মব্যস্ত জীবনে ফেরা মানুষের ঢল। পরিবারের মানুষকে নিয়ে ফিরেছেন কয়েক হাজার মানুষ। খোঁজ নিয়ে জানা যায়, সকাল ৭ টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিভিন্ন জেলা থেকে ১০টি লঞ্চ এসেছে সদরঘাটে।
বিআইডব্লিউটিএ’র ট্রাফিক কন্ট্রোল রুমের কর্মকর্তা শরীফ উদ্দিন জানান, রাত থেকে সকাল ৬টা পর্যন্ত সবচেয়ে বেশি লঞ্চ আসে সদরঘাট টার্মিনালে। এসময় হাজার হাজার মানুষ ঢাকায় ফেরেন ঈদের ছুটি কাটিয়ে।

এদিকে, বাংলাবাজার ঘাট সূত্রে জানা যায়, আজ শনিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই রাজধানীমুখী যাত্রীদের ভিড় বাড়তে থাকে শিবচরের বাংলাবাজার ঘাটে। লঞ্চ ও স্পিডবোট ঘাটে হাজারো যাত্রীর ভিড়। সকালে লঞ্চগুলোতে ধারণক্ষমতার বেশি যাত্রী বহনের অভিযোগ ছিল। তবে বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক ড. রহিমা খাতুন ও শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে প্রশাসনের টিমের তদারকিতে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন নিয়ন্ত্রণে আসে। এদিকে প্রচুর গরমে অসুস্থ হয়ে পড়ছেন যাত্রীরা।

বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, রোববার সকাল থেকেই নৌযানে যাত্রীদের প্রচুর চাপ রয়েছে। ধারণক্ষমতা অনুযায়ী যাত্রীদের লঞ্চে উঠানো হচ্ছে। যাত্রী চাপ বেশি থাকায় দ্রুততার সঙ্গে লঞ্চ ঘাট ছেড়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, নৌ-রুটে ৮৭টি লঞ্চ চলছে। তবে ঢাকাগামী যাত্রীদের চাপ বেশি থাকায় ৭ থেকে ১০ মিনিটের মাথায় একেকটি লঞ্চ ঘাট ছেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে শিমুলিয়া থেকে লঞ্চ আসার অপেক্ষায় থাকতে হচ্ছে যাত্রীদের।

ওআ/