নানাবাড়ি যাবার কথার বলে দু’দিন ধরে নিখোঁজ ৪ কিশোরী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


নানাবাড়ি যাবার কথার বলে দু’দিন ধরে নিখোঁজ ৪ কিশোরী

লক্ষ্মীপুরের কমলনগরে নানার বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে চার কিশোরী দু’দিন ধরে নিখোঁজ রয়েছে। শনিবার (৭ মে) সকালে লক্ষ্মীপুরের কমলনগরের চরকাদিরা ইউনিয়নের বাদামতলী এলাকা থেকে নিখোঁজ হয় ওই চার কিশোরী। 

পুলিশ জানায়, এ ঘটনায় কমলনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তাদের পরিবার। নিখোঁজ কিশোরীরা হলো জোবাইদা আক্তার (১২), মিতু আক্তার (১২), সামিয়া আক্তার নিহা (১৩) ও সিমু আক্তার (১৪)। 

পুলিশ ও স্বজনরা জানান, লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার নিজ বাড়ী থেকে সামিয়া আক্তার নিহার নানার বাড়ি যাওয়ার কথা বলে শনিবার সকালে তারা বাড়ি থেকে বের হয়। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তারা সেই আত্মীয়ের বাড়িতে পৌঁছায়নি বা নিজ বাড়িতেও ফিরে আসেনি। 

পরে তাদের স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে রাতে কমলনগর থানায় সাধারণ ডায়েরি করা হয়।

কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ চার কিশোরীকে উদ্ধারে অভিযানে নেমেছে পুলিশ। তবে দু’দিনেও তারা উদ্ধার হয়নি।

এসএ/