৯ মাস হয়েছে নতুন বিয়ে করেছি, স্ত্রীর বুঝে উঠতে সময় লাগবে: রেলমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২

নয় মাস হয়েছে নতুন বিবাহ করেছি, আমার স্ত্রীর বুঝে উঠতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। রোববার (৮ এপ্রিল) দুপুরে রেলভবনে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
রেলমন্ত্রী বলেন, আমি ১৩ বছরের এমপি। আমার স্ত্রীতো আমার রাজনৈতিক জীবনের সাথে পরিচিত না। আমার যে আগের স্ত্রী ছিলেন, তিনি নির্বাচন করতে গিয়ে মারা গেছেন। নতুন যাকে স্ত্রী হিসেবে নিলাম আমাকে বুঝতেও তার সময় লাগবে।
নুরুল ইসলাম সুজন বলেন, আমার স্ত্রী আমাকে না জানিয়ে যেটা করেছে সেটা ঠিক করেননি। আমার স্ত্রী তার আত্মীয়ের সাথে খারাপ ব্যবহার হয়েছে এ ব্যাপারে অভিযোগ করেছে, কিন্তু বরখাস্ত করার কথা তিনি বলেননি। আমার স্ত্রী আমাকে না জানিয়ে যেটা করেছে সেটা ঠিক করেননি। এতে আমি বিব্রত।
তিনি বলেন, কেন এত দ্রুত টিটিইকে বরখাস্ত করা হয়েছে এ জন্য পাকশির ডিসিওকে শোকজ করা হয়েছে। এছাড়া টিটিইকে পুরস্কৃত করাও হতে পারে। মন্ত্রী এবং তার স্ত্রী ছাড়া কেউ বিনা টিকিটে রেলে চড়ার এখতিয়ার নেই বলেও জানান রেলমন্ত্রী।
তিনি আরও বলেন, আমার স্ত্রীর যদি রেলের ব্যাপারে কোনো অভিযোগ থাকে, তাহলে তার উচিত ছিল বিষয়টি আগে আমাকে বলা। এটাই স্বাভাবিক। কিন্তু সেটা সে করেনি। এই জায়গাটাই কিছুটা ব্যত্যয় হয়েছে বলে আমার ধারণা। আমার স্ত্রীর ওই আত্মীয়দের সাথে কোনো কথা হয়নি বলেও জানান তিনি।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৫ মে) রাতে পাবনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে ট্রেনের এসি কামরায় ভ্রমণ করছিলেন তিন যাত্রী। তাদের কাছ থেকে জরিমানাসহ ভাড়া আদায় করেন দায়িত্বরত টিটিই শফিকুল ইসলাম। এ ঘটনার পরই শফিকুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
এসএ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

আ. লীগ ছাড়া অন্য দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দিতে বলল ইসি

জুলাই শহীদদের প্রেরণায় গণতান্ত্রিক রাষ্ট্র গড়া সম্ভব: উপদেষ্টা মাহফুজ

মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে বললেন ড. ইউনূস

সুযোগ পেলে জঙ্গি সংশ্লিষ্টতায় অভিযুক্ত বাংলাদেশিদের নিয়ে আলাপ: পররাষ্ট্র উপদেষ্টা
