ঢাকা-সিলেট মহাসড়কে গাড়িচাপায় হাইওয়ে পুলিশ নিহত, আহত ২
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ঢাকা-সিলেট মহাসড়কে দায়িত্বরত অবস্থায় সিলেটগামি নৈশকোচ চাপায় হাইওয়ে পুলিশ রাকিব আলী (রানা) নিহত এবং তার দুই সহকর্মী পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।
রোববার (৮ মে) ভোর ৪টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর মুক্তিযোদ্ধা গোলচত্বরে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। নিহত পুলিশ সদস্য রাকিব আলী (রানা) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের গিরিশনগর গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে। গুরুতর আহত অপর দুই পুলিশ সদস্য কামরানুর রহমান ও আনিস আহমেদ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে রাকিব আলী (রানা) পরিবার। এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন পরিবারসহ এলাকাবাসী এবং সরকারকে রাকিব আলী (রানা) পরিবারের দায় দায়িত্ব নেওয়ারও দাবি করেন তারা।
দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের প্রথম জানাযা দুপুরে সিলেটে এবং দ্বিতীয় জানাযা বিকেলে দোয়ারাবাজার উপজেলা সুরমা ইউনিয়নের গিরিশনগর গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে।
এসএ/