পানিতে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুরের পানিতে ডুবে রুমিন (৫) ও শোভা আক্তার (৪) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। রবিবার (৮ মে) সকাল ৯টার দিকে ভাতুরিয়া ইউনিয়নের মধুডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের গড় ভবানীপুর মধুডাঙ্গী গ্রামের জহরুল ইসলামের ছেলে রুমিন ও শফিকুল ইসলামের মেয়ে শোভা আক্তার। রুমিন ও শোভা সম্পর্কে আপন চাচাতো ভাইবোন।
পরিবার সূত্রে জানা যায়, রবিবার সকালে খাওয়া শেষে তারা দুজন বাড়ির পাশের পুকুরের ধারে খেলা করছিল। খেলার এক পর্যায়ে পুকুরের পানিতে পড়ে যায় তারা। পানিতে পড়ার প্রায় দুই ঘন্টা পর স্থানীয় লোকজন শিশু দুইটির মরদেহ ভাসতে দেখে মৃত অবস্থায় তাদের উদ্ধার করে।
হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়ে হয়েছে।
এসএ/