চেতনানাশক খাইয়ে ১৩ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে কাজের মেয়ে উধাও


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


চেতনানাশক খাইয়ে ১৩ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে কাজের মেয়ে উধাও

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাজের মেয়ে সেজে বাড়িতে ঢুকে ১৩ দিনের মাথায় ১২ লাখ ৭৫ হাজার টাকার স্বর্ণালংকার নিয়ে লোপাট হয়েছে কাজের মেয়ে তানিয়া আক্তার।  

ঘটনাটি ঘটেছে উপজেলার তারাব পৌরসভা এলাকায় মোঃ শামীম মিয়ার বাড়িতে। গত বুধবার ঈদের পরের দিন রাতে কাজের মেয়ে তানিয়া আক্তার ঘরে রাখা নগদ ৪৮ হাজার টাকা ও ১৭ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে বলে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন মোঃ শামীম মিয়া। 

অভিযোগ সূত্রে জানা যায়, শামীম মিয়া তারাব এখলাস উদ্দিন স্কুল এন্ড কলেজের পাশে বধুয়া জুয়েলার্স দোকানে  তানিয়া আক্তার (২১) নামের একটি মেয়ে  আসে এবং সে তার অসহায়ত্বের কথা বলতে থাকে যে কোন একটা কাজের সুযোগ করে দিতে বলে শামীমকে। শামীম এসময় মেয়েটির অসহায়ত্বর কথা ভেবে তাদের বাড়িতে নিয়ে তার স্ত্রীর কাজে সহযোগিতা করতে রেখে দেয়। সেই সুবাদে মেয়েটি ভালো কাজকর্মও করে এবং শামীম ও তার পরিবারের বিশ্বাসী হয়ে পড়ে। এদিকে শামীম যখন ঈদের আগের দিন গত ২ মে সোমবার রাতে দোকানের কাস্টমারদের বিভিন্ন ধরনের ১০ ভরি স্বর্ণালংকার নিরাপত্তার বিষয় চিন্তাভাবনা করে বাড়িতে নিয়ে আসে এবং ওয়ার্ডড্রোপের ভিতর রেখে দেয়। তানিয়া আক্তার নামের এ চোর গত ৪/৫/২২ইং বুধবার রাত সাড়ে ১১ টার দিকে শামীম বাহিয়ে থাকা অস্থায় শামীমের স্ত্রীকে দইয়ের সাথে চেতনানাশক ঔষধ খাইয়ে অজ্ঞান করে ফেলে এবং ড্রয়ারে রাখা ১০ ভরি ও স্ত্রীর ৭ ভরি মোট ১৭ ভরি স্বর্ণালংকার চুরি করে পালিয়ে গেছে বলে জানান শামীম মিয়া। তবে এ ঘটনায় তানিয়ার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি চুরির মামলা করা হয়েছে। 

এ ঘটনায় রূপগঞ্জ থানার ওসি তদন্ত হুমায়ুন কবির মোল্লা বলেন, অভিযোগ পেয়েছি আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবো। 

এসএ/