প্রাইভেটকারতো নয় যেন ফেনসিডিলের গাড়ি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
কিশোরগঞ্জের ভৈরব থেকে ৬০৯ বোতল ফেনসিডিলসহ মাহবুব (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাত সাড়ে ৯ টার দিকে অভিযানটি চালায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি ভৈরবের কমলপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের নিউটাউন এলাকার শাহিন মিয়ার বাড়ির দক্ষিণ পাশের ঘরে অভিযান চালায়। এ সময় মাহবুবকে গ্রেফতার এবং তার দখলে থাকা ৩০৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পরে ১০ নং ওয়ার্ডের চ-িবের এলাকার মনির কাউন্সিলরের বাড়ির পূর্ব পাশের পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি প্রাইভেটকারের ভিতর থেকে ৩০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
র্যাবের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী গ্রেফতার মাহবুবকে একজন মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে ভৈরব থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
এসএ/