সুশিক্ষিত সন্তান তৈরিতে একজন সচেতন মা-ই হচ্ছেন নিপুন কারিগর: পাট মন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২

“রত্নগর্ভা মায়ের সন্তানরাই পারে সমৃদ্ধ দেশ, উন্নত সমাজ ও মর্যাদাশীল জাতি গঠন করতে। সুশিক্ষিত সন্তান তৈরিতে একজন সচেতন মা-ই হচ্ছেন নিপুন কারিগর।”
রবিবার (৮ মে) দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবস্থ স্যামসন এইচ. চৌধুরী সেন্টারে আজাদ প্রোডাক্টস কর্তৃক আয়োজিত বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে রত্নগর্ভা মায়েদের সন্মাননা প্রদান অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতাজ বেগম, এমপি, বিশিষ্ট ব্যাক্তিত্ব মুস্তফা মনোয়ারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, ‘মা ছোট্ট একটি শব্দ। অথচ কি বিশাল তাঁর দায়িত্ব। একজন সুশিক্ষিত ন্যায়-পরায়ণ দেশপ্রেমিক সন্তান দেশের জন্য যেমন রত্ন ঠিক তেমনি সেই রত্ন যিনি জন্ম দেন, লালন পালন করে গড়ে তোলেন প্রকৃত অর্থে তিনিই রত্নগর্ভা মা। বাংলাদেশ স্বাধীন করতে কত রত্নগর্ভা মা তাদের সন্তান হারিয়েছেন সে সংখ্যা সত্যিই অজানা।’
তিনি আশা প্রকাশ করে বলেন, ‘রত্নগর্ভা মায়েদের সন্মাননা প্রদানের মত এ মহতী অনুষ্ঠান নি:সন্দেহে দেশের সকল মায়েদের আরো সচেতন করবে এবং নিজ নিজ সন্তানদের সুশিক্ষিত করে গড়ে তুলতে অনুপ্রাণিত করবে। ফলে দেশ ও জাতি উপকৃত হবে এবং আগামি প্রজন্ম পাবে একটি উন্নত, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ।’
অনুষ্ঠানে ২০২১ সালের জন্য আজাদ প্রোডাক্টস্ বিশ্বমা দিবস উদযাপন উপলক্ষে বিশেষ শ্রেণীতে ১৩ জন ও সাধারণ শ্রেণীতে ২৫ জন রত্নগর্ভা মায়েদের সন্মাননা প্রদান করেছে। এর মধ্যে বিসিএস (তথ্য) ক্যাডার কর্মকর্তা আফরোজা নাইচ রিমার মা মিসেস মাজেদা বেগম বিশেষ শ্রেণীতে সম্মাননা প্রাপ্ত হন।
এসএ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

আ. লীগ ছাড়া অন্য দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দিতে বলল ইসি

জুলাই শহীদদের প্রেরণায় গণতান্ত্রিক রাষ্ট্র গড়া সম্ভব: উপদেষ্টা মাহফুজ

মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে বললেন ড. ইউনূস

সুযোগ পেলে জঙ্গি সংশ্লিষ্টতায় অভিযুক্ত বাংলাদেশিদের নিয়ে আলাপ: পররাষ্ট্র উপদেষ্টা
