পঞ্চগড়ে পাম্পগুলিতে পেট্রোল মিলছেনা, ডিজেলের সঙ্কট
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
পেট্রোলের সঙ্কটে পড়েছে পঞ্চগড়ের পাম্পগুলি। ঈদের আগ থেকে পেট্রোলের সঙ্কট সৃষ্টি হয়। এরপর ঈদের পর পরই মিলছেনা এই অতি প্রয়োজনীয় জ্বালানী তেল পেট্রোল। পঞ্চগড় জেলায় প্রায় ২০ টি পাম্প রয়েছে। প্রায় সব পাম্প শূন্য হয়ে গেছে। ফলে বিপাকে পড়েছে যানবাহন চালক ও মালিকগন।
বিভিন্ন সূত্রে জানা যায়, পঞ্চগড় জেলা শহর সহ উপজেলার প্রায় সব পাম্প এখন পেট্রোল শূণ্য। এখন অকটেন ও ডিজেল দিয়ে চলছে যানবাহন। দু’একদিনের মধ্যে সরবরাহ না করলে অকটেনও শূণ্য হয়ে পড়বে পাস্পগুলি। এছাড়া ডিজেলও দিচ্ছেন চাহিদা কোম্পানী। পঞ্চগড় শহরের এসবি পাম্প কর্তৃপক্ষ জানায় ‘ চাহিদা অনুযায়ী ডিজেল না পাওয়ায় ডিজেলেরও সঙ্কট সৃষ্টি হয়েছে। চাহিদার বিপরীতে ২০ থেকে ৩০ শতাংশ ডিজেল দিচ্ছে কর্তৃপক্ষ।পেট্রোলের মজুদ কমে যাওয়ায় রাস্তায় জ্বালানী চালিত যান বাহনও কমতে শুরু করেছে।
পঞ্চগড় পাম্প মালিকদের অনেকে জানায়, ঈদের সাত দিন আগে পেট্রোলের মজুদ কমে যায়। কিন্তু তারপরও কর্তৃপক্ষের কোন সদুত্তর নেই। পেট্রোল না থাকায় বর্তমানে মজুদ থাকা অকটেন দিয়ে যানবাহন মালিক ও চালকরা তাদের যানবাহন চালাচ্ছেন।
এসএ/