শহীদ আহসানউল্লাহ মাস্টার যুবদের জন্য অনুপ্রেরণা : আরেফিন সিদ্দিক
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, শহীদ আহসানউল্লাহ মাস্টার সত্যিকারে যুব সম্প্রদায়ের একজন আদর্শ শিক্ষক ছিলেন। তিনি একাধারে একজন আদর্শ শিক্ষক, রাজনীতিবিদ এবং বীর মুক্তিযোদ্ধা।
তিনি বলেন, ‘তরুণ প্রজন্মকে শহীদ আহসানউল্লাহ’র জীবন ও আদর্শকে মন ও মননে ধারন করে দেশসেবায় নিজেদের আত্মনিয়োগ করতে হবে। শহীদ আহসানউল্লাহ মাস্টার যুবদের জন্য অনুপ্রেরণা।’
(১২ মে) রাজধানীর যুব ভবনে যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত শহীদ আহসানউল্লাহ মাস্টারের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে মুখ্য আলোচকের বক্তব্যে আরেফিন সিদ্দিক এসব কথা বলেন।
যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আজহারুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।
সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমার পিতা শহীদ আহসানউল্লাহ মাস্টার আমৃত্যু বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কাজ করে গেছেন। সবকিছুর উর্ধ্বে তিনি দেশ ও দেশের মানুষকে ভালোবাসতেন। আর এ কারণেই বিএনপি জামায়াত চক্র তাকে নির্মমভাবে প্রকাশ্য দিবালোকে হত্যা করেছে। শহীদ আহসানউল্লাহ মাস্টার আমাদের মাঝে নেই। তবে রয়েছে তার আদর্শ ও মহৎ কর্ম।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উর্ধতন কর্মকর্তাসহ সকল স্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
জি আই/