তিন স্পিনার ও দুই পেসার নিয়ে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


তিন স্পিনার ও দুই পেসার নিয়ে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টে রোববার (১৫ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারী শ্রীলঙ্কা। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর হলো, একাদশে আছেন দেশসেরা তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।

গত দুবছর সাদা পোশাকের ক্রিকেটে প্রতিপক্ষের ওপর পুরো পাঁচ দিন আধিপত্য বিস্তার করে কখনোই খেলতে পারেনি বাংলাদেশ, কেননা টেস্টে এখনও নিজেদের শক্তিশালী করতে পারেনি  টাইগারেরা।

গত দুই বছরে বাংলাদেশ অন্তত তিনটি টেস্টের প্রথম চার দিনে জয়ের পথেই ছিল। কিন্তু, পঞ্চম দিনে খারাপ সেশনের কারণে হারের মাশুল গুনতে হয় টাইগারদের।

তাই, চট্টগ্রামের শুরু হতে যাওয়া প্রথম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে দলকে সতর্ক  করে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল।

এদিকে, বিশ্বক্রিকেটের জন্য আজ শোকের দিন। স্থানীয় সময় শনিবার রাতে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাবেক অসি তারকা অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে ম্যাচ শুরু আগে এক মিনিট নীরবতা পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেষ খবর পওয়া পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ কোন উইকেট না হারিয়ে ৭ ওভারে ২৩ রান।  

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ

শ্রীলঙ্কা একাদশ : দিমুথ করুণারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, দীনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক),রমেশ মেন্ডিস, লাসিথ এম্বুলদেনিয়া, আসিথা ফার্নান্দো ও বিশ্ব ফার্নান্দো।  

এসএ/