মোবাইল সাংবাদিকতার চর্চা বাড়াতে হবে : পিআইবি মহাপরিচালক
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেছেন, মানুষের তথ্য চাওয়ার অধিকার বেড়েছে। টিভি ও প্রিন্ট পত্রিকায় মানুষের আগ্রহ কমছে। হয়তো এক সময় টিভি ও প্রিন্ট পত্রিকা থাকবে না। তবে তথ্য চাওয়ার আগ্রহ মানুষের কখনো কমবে না। এতে মোবাইল সাংবাদিকতার (মোজো) চাহিদা বাড়ছে।
রবিবার (১৫ মে) দুপুরে লক্ষ্মীপুর জেলা পরিষদের হলরুমে পিআইবির আয়োজনে মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণে তিনি এসব কথা বলেন। এতে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশ নিয়েছেন।
পিআইবি মহাপরিচালক আরও বলেন, পৃথিবীতে মোবাইল সাংবাদিকতার গুরুত্ব বেড়ে চলেছে। সাংবাদিকদের মোবাইল সাংবাদিকতায় চর্চা বাড়াতে হবে। এটা সংবাদ পরিবেশনের মাধ্যমে আপনার এলাকার পরিবেশ পরিবর্তনে ভূমিকা রাখবে। নতুন শব্দ ভাণ্ডার, তথ্য উপস্থাপনের মাধ্যমে সংবাদ পরিবেশন করতে হবে। তবে প্রত্যেকটি সংবাদ তথ্যবহুল হতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন, ইউল্যাবের গণমাধ্যম অধ্যয়ন ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ড. জামিল খান, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল প্রমুখ।
জি আই/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

ইসলামী এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় যুক্ত হওয়ার আহ্বান ড. ইউনূসের

মবে জড়িতদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সংস্কারের যেসব প্রস্তাবে সম্মতি দিয়েছে বিএনপি

গবাদি পশুর রোগ নির্মূলে টিকাদান কার্যক্রমে কোনো অজুহাত চলবে না: প্রাণিসম্পদ উপদেষ্টা
