ভূমধ্যসাগর থেকে ৩২ বাংলাদেশি উদ্ধার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাওয়ার সময় ৩২ বাংলাদেশিসহ ৮১ অভিবাসীকে উদ্ধার করেছে তিউনিসিয়ার নৌবাহিনী।
শনিবার (১৪ মে) তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছে তিউনিশিয়ার নৌবাহিনী।
বাংলাদেশি ছাড়াও উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে মিশরের ৩৮ জন, সুদানের ১০ জন এবং মরক্কোর একজন রয়েছেন। তারা ২০ থেকে ৩৮ বছরের। তাদের মধ্যে একজন নারীও রয়েছেন।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এএফপি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত নৌকাটি তিউনিসিয়ার উত্তর-পূর্ব উপকূল থেকে ৬ কিলোমিটার দূরে ছিল। নৌকাটিতে ৩৮ মিসরীয়, ৩২ বাংলাদেশি, ১০ জন সুদানের এবং একজন মরক্কোর নাগরিক ছিল। তাদের বয়স ২০ থেকে ৩৮।
তারা তিউনিসিয়ার সীমান্তবর্তী লিবিয়ার আবু কামাশ গ্রাম থেকে রওনা হন। উদ্ধারকৃতদের জাতীয় নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
অবৈধভাবে ইউরোপে যাওয়ার জন্য তিউনিসিয়া ও লিবিয়াকেই প্রধান রুট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। প্রায়ই ভূমধ্যসাগরে নৌকা নষ্ট হয়ে যায়।
তিউনিসিয়ার উপকূল থেকে মাত্র ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত ইতালীয় দ্বীপ ল্যাম্পেডুসা। গত মাসে লিবিয়ান কর্তৃপক্ষ ৫৪২ জন শরণার্থীকে আটক করে, যারা জাহাজে করে ইউরোপে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল।
এএফপির একজন ফটোগ্রাফার জানিয়েছেন, আটকদের মধ্যে বেশিরভাগই মূলত বাংলাদেশি নাগরিক।
ওআ/