জেব্রা না সিংহ, কোনটা আগে চোখে পড়ল? জানা যাবে চারিত্রিক বৈশিষ্ট্য


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


জেব্রা না সিংহ, কোনটা আগে চোখে পড়ল? জানা যাবে চারিত্রিক বৈশিষ্ট্য

সোশ্যাল মিডিয়া জুড়ে আজকাল অপটিকাল ইলিউশনের ছড়াছড়ি। রোজই কিছু না কিছু নিত্যনতুন ছবি এসে চোখের শক্তিপরীক্ষা করে নেটিজেনদের। কখনও আবার হঠাৎ ভাইরাল হয় পুরনো কোনও ইলিউশনের কারসাজি।

তেমনই আরও একটা অপটিক্যাল ইলিউশন নিয়ে আজকাল বেশ মাথা ঘামাচ্ছেন নেটিজেনরা। এই ইলিউশনটির রহস্য উদঘাটন করতে অনেকেরই অনেক সময় লেগে যাচ্ছে। আবার এক একজনের দৃষ্টিভঙ্গি এক একরকম মানসিকতার পরিচয়ও বহন করছে।

ভাইরাল এই ছবিতে দু’রকম পশুর ছবির রয়েছে অনেকগুলো জেব্রা এবং একটা সিংহ। কিন্তু প্রশ্ন হলো কোন পশু দর্শকের চোখে আগে পড়ছে? সিংহ না জেব্রা, চোখ আটকে যাচ্ছে কীসে? এই প্রশ্নের উত্তরই বলে দেবে যিনি দেখছেন তাঁর চারিত্রিক বৈশিষ্ট্য।

বলা হচ্ছে, যিনি এই ছবির দিকে তাকিয়ে প্রথমেই দেখতে পাবেন জেব্রাগুলিকে, তিনি খুবই মিশুকে প্রকৃতির। একা একা নয়, সকলের সঙ্গে মিলেমিশে থাকতেই ভালবাসেন তিনি। এই ধরনের মানুষ আসলে এক্সট্রোভার্ট, সকলের মাঝে থেকে সকলের সঙ্গে গল্পগুজব করেই সময় কাটায় এঁরা।

আর জেব্রা না দেখে যদি ছবির দিকে তাকিয়ে প্রথমেই চোখ আটকে যায় সিংহের ওই জ্বলজ্বলে চোখে? তাহলে বুঝতে হবে যিনি এটা দেখলেন তিনি আসলে খুবই শান্ত প্রকৃতির মানুষ। সকলের মাঝে নয়, নিজের পরিচিত গণ্ডিতেই স্বচ্ছন্দবোধ করেন তিনি, অর্থাৎ আদ্যোপান্ত ইন্ট্রোভার্ট। কম মানুষের সঙ্গেই এঁদের আলাপ-পরিচয়। শান্ত জীবনযাপনের প্রতিফলনই ঘটছে ওই সিংহের চোখে।

সূত্র: দ্য ওয়াল

ওআ/