গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২


গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বুধবার (১৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। 

জানা গেছে, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় নূর গ্রুপের রাইয়ান নিট কম্পোজিট লিমিটেড নামে পোশাক  কারখানার পঞ্চম তলায় আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুই ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের আরও চার ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়েছে। এখন কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিন ইউনিট ও ইপিজেড ফায়ার সার্ভিসের তিনটিসহ ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

জি আই/