সম্পত্তির দ্বন্দ্বে মামাকে খুন করে ভাগনে: সিআইডি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
নরসিংদীর পলাশে সম্পত্তি বন্টনকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বে ভাগনে মোঃ নিয়ন শেখের ছুরিকাঘাতে মামা আতাউর (৩৮) নিহত হন। এ ঘটনায় আসামিকে (২২) গাজীপুর থেকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গতকাল (১৭ মে) রাতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাগবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিয়ন হত্যার কথা স্বীকার করেছেন।
বুধবার (১৮ মে) দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর, পিপিএম (বার)।
পুলিশ সুপার বলেন, আপন মামাকে কুপিয়ে হত্যার ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং গণমাধ্যমেও গুরুত্বের সাথে প্রচারিত হয়। এ ঘটনা সংগঠিত হওয়ার সাথে সাথেই বিভিন্ন তদন্ত সংস্থার পাশাপাশি সিআইডির এলআইসি শাখা ছায়া তদন্ত শুরু করে এবং বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সাথে নিয়ন শেখের সংশ্লিষ্টতা পাওয়া যায়।
মুক্তা ধর আরো জানান, আসামি নিয়ন ২ ভাই, ১ বোনের মধ্যে সবার ছোট। নিয়নের বাবা-মা তাদের সম্পত্তি সন্তানদের মধ্যে সমান ভাগ করে দেয়ার কথা বললে সে ( নিয়ন) তাদের সিদ্ধান্তে নাখোশ হয়। এরই ধারাবাহিকতায় গত ১৭ মে রাতে তার মাকে বাড়ীতে পেয়ে নিয়ন মারমুখী আচরণ করে। বিষয়টি মামা আতাউরের বাড়ীর লোকজন জানতে পেরে নিয়নের মা এবং বোনকে আতাউরের বাড়ীতে নিয়ে যান।
তিনি আরো জানান, এ ঘটনার পরের দিন ১৮ এপ্রিল তার বোন বিথী আক্তার (২৪) বাড়ি থেকে তার গরুটি মামা বাড়ী নিয়ে আসেন। খবর পেয়ে নিয়ন তার মামার বাড়ি গিয়ে মা-বোনকে মেরে গরু নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় মামা আতাউর বাধা দিলে তার বুকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
গত ২৪ এপ্রিল রাতে রাজধানীর রামপুরার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে আতাউর মারা যান। এর আগে গুরুতর আহত আতাউরকে নরসিংদী সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। কিন্তু অবস্থার আরো অবনতি হলে রামপুরার এডভান্স হাসপাতালে আনা হয়।
এ ঘটনায় নিহত আতাউরের স্ত্রী দিলরুবা আক্তার বাদী হয়ে গত ২৭ এপ্রিল পলাশ থানায় আসামি নিয়নের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
এসএ/