চট্টগ্রাম কাস্টম হাউসে সিঅ্যান্ডএফ এজেন্টদের কর্মবিরতি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
অপব্যাখ্যা করে অনেক সিঅ্যান্ডএফ এজেন্টের লাইসেন্স নবায়ন করা হচ্ছে না অভিযোগ তুলে চট্টগ্রাম কাস্টম হাউসে কর্মবিরতি শুরু করেছে কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার রাত থেকে এ কর্মসূচি পালন করছেন সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতারা। তাদের এ কর্মবিরতির ফলে হাউসের কার্যক্রমে স্থবিরতা শুরু হয়েছে।
চট্টগ্রাম কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বুধবার দুপুর সোয়া ১২টা বলেন, লাইসেন্সিং রুলের অপব্যাখ্যা করে আমাদের ২০০ থেকে ২৫০ জনের মতো সিঅ্যান্ডএফ এজেন্টের লাইসেন্স নবায়ন করা হচ্ছে না।
এজন্য আমরা কর্মবিরতি শুরু করেছি। আমরা সব ধরনের শুল্কায়ন কার্যক্রম থেকে বিরত রয়েছি। যতক্ষণ পর্যন্ত লাইসেন্স নবায়ন করার সিদ্ধান্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে।
এসএ/