১৬০০ টন গম নিয়ে বঙ্গোপসাগরে জাহাজ ডুবি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২

বঙ্গোপসাগরে দুর্ঘটনার কবলে পড়ে ডুবে গেছে লাইটার জাহাজ ‘এমভি তামিম’। জাহাজটিতে প্রায় ১ হাজার ৬০০ টন গম ছিল।
বুধবার (১৮ মে) বিকেলের দিকে জাহাজটি লক্ষ্মীপুরের রামগতির তিল্লার চর এলাকায় ডুবে যায়।
জানা গেছে, এমভি তামিম জাহাজটি ওয়াটার ট্রান্সপোর্ট সেলের (ডব্লিউটিসি) সিরিয়ালে পরিচালনা করছিল সমতা শিপিং অ্যান্ড লজিস্টিকস।
সমতা শিপিং অ্যান্ড লজিস্টিকসের এক্সিকিউটিভ ডিরেক্টর জামাল বলেন, জাহাজটিতে ১২ জন ছিলেন। সবাই নিরাপদে আছেন।
তিনি বলেন, মঙ্গলবার সকালে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত একটি বড় জাহাজ থেকে প্রায় ১ হাজার ৬০০ টন গম বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল জাহাজটি। কিন্তু জাহাজটি আজ লক্ষ্মীপুরের রামগতির তিল্লার চর এলাকায় পৌঁছলে অজ্ঞাত কিছু একটা জিনিসের সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে যায়। এ সময় হেজে পানি ঢুকে যায়। পরে মাঝের ও সামনের হেজেও পানি ঢুকে জাহাজটি ডুবে যায়। শুধু জাহাজের ব্রিজ দেখা যাচ্ছে।
তিনি বলেন, জাহাজটিতে নাবিল অটো ফ্লাওয়ার মিলের গম ছিল। এটিতে ৬ কোটি ৬৪ লাখ টাকার গম ছিল।
জি আই/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

ইসলামী এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় যুক্ত হওয়ার আহ্বান ড. ইউনূসের

মবে জড়িতদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সংস্কারের যেসব প্রস্তাবে সম্মতি দিয়েছে বিএনপি

গবাদি পশুর রোগ নির্মূলে টিকাদান কার্যক্রমে কোনো অজুহাত চলবে না: প্রাণিসম্পদ উপদেষ্টা
