হাড্ডহাড্ডি লাড়াইয়ে রেঞ্জার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন ফ্রাঙ্কফুর্ট
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
উয়েফা ইউরোপা লিগের ফাইনালে রেঞ্জার্সকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে শিরোপা জিতলো ফ্রাঙ্কফুর্ট। বুধবার রাতে রামোন সানচেজ পিজুয়ান স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। হাড্ডহাড্ডি লাড়াইয়ে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই।
তবে বিরতির পর ম্যাচের ৫৭তম মিনিটে জোয়ে আরিবোর গোলে এগিয়ে যায় রেঞ্জার্স। কিন্তু এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পরেনি তারা। ৬৯তম মিনিটে রাফায়েল বোরির গোলে সমতায় ফেরে ফ্রাঙ্কফুর্ট।
পরে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে আর কোনো গোল না হলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫-৪ ব্যবধানে জিতে ৪২ বছর পর ইউরোপিয়ান শিরোপা ঘরে তুললো জার্মান দলটি। টাইব্রেকারে একটি শট ঠেকিয়ে নায়ক জার্মান গোলরক্ষক ট্রাপ।
নকআউট পর্বে রিয়াল বেতিস, বার্সেলোনা, ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে হারিয়ে ফাইনালে আসা ফ্রাঙ্কফুর্ট শিরোপা উৎসব করল পুরো আসরে অপরাজিত থেকে।
আর শিরোপা জয়ের মধ্য দিয়ে দলটির নিশ্চিত হয়ে গেল আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলাও।
এসএ/