হজ নিবন্ধনে জমা করা অর্থ ফেরত পাবেন যেভাবে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
কাবা শরীফ [ছবি: সংগৃহীত]
যেসব হজযাত্রী এরই মধ্যে মারা গেছেন, অসুস্থ আছেন অথবা ৬৫ বছরের বেশি বয়সসীমার কারণে এ বছর হজে যেতে পারছেন না, তাদের প্রতিনিধি নিবন্ধন বাবদ জমা করা অর্থ আবেদন করে ফেরত নিতে পারবেন।
এক বিজ্ঞপ্তিতে সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনকৃত হজযাত্রীদের জন্য এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, যেসব হজযাত্রী ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন বা অসুস্থ আছেন অথবা ৬৫ বছরের বেশি বয়সসীমার কারণে এ বছর হজে যেতে পারছেন না—তার পরিবর্তে প্রতিস্থাপিত ব্যক্তি তার নিবন্ধন বাবত জমাকৃত অর্থ সমন্বয় করতে পারবেন। এমন ব্যক্তি বা মৃত হজযাত্রীর ক্ষেত্রে তার প্রতিনিধি নিবন্ধন বাবত জমাকৃত অর্থ আবেদন করে উত্তোলন বা ফেরত নিতে পারবেন।
হজের নিবন্ধনের সময় বাড়লোহজের নিবন্ধনের সময় বাড়লো
টাকা ফেরত পাওয়ার জন্য https://hajj.gov.bd/-এ প্রবেশ করে ‘নিবন্ধন রিফান্ড সিস্টেমে’ আবেদন করতে হবে। এক্ষেত্রে প্রতিস্থাপিত হজযাত্রীকে প্যাকেজের সম্পূর্ণ টাকা পরিশোধ করে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।
জি আই/