থানচিতে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
বান্দরবানের থানচির জীবননগরে পর্যটকবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় ছয়জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মে) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিরাপত্তা শাখার কর্মচারী ।
নিহতদের মধ্যে মঞ্জুরুল ইসলাম (৩৮) ঘটনাস্থলে মারা গেছেন। এরপর ঘটনাস্থল থেকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নেওয়ার পথে প্রথমে মারা যান হামিদুল ইসলাম (৩৫) এবং পরে জয়নাল (৩০) নামে আরেকজনের মৃত্যু হয়।
এদিকে দুর্ঘটনার পর আহতদের বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে জেলা প্রশাসনের সহযোগিতায় অ্যাম্বুলেন্সযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় আহতরা হলেন- মিলন, ফারুক, রাজিব, ফয়সাল, আব্দুল মালেক ও ওহিদুজ্জামান।
বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কায়েসুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা বিস্তারিত খবর সংগ্রহ করি এবং বিকেল ৩টায় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আহত সবাইকে অ্যাম্বুলেন্সযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। নিহত তিনজনের মরদেহ বান্দরবান সদর হাসপাতালের মর্গে রয়েছে।
জি আই/