আইসিসির এফটিপিতে টাইগ্রেসরা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়ে নজরকাড়া পারফর্মেন্স আর তার দরুন আইসিসির ফিউচার ট্যুর প্ল্যানে এখন টিম টাইগ্রেস। প্রথমবারের মতো আইসিসির এফটিপিতে জায়গা পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। যার ফলে বৈশ্বিক টুর্নামেন্টের পাশাপাশি আগামী ৩ বছরে মিলবে আটটি সিরিজে অংশ নেওয়ার। এদিকে এফটিপির বাইরেও দ্বিপাক্ষীক সিরিজ আয়োজনে চেষ্টা করছে বিসিবি।
আগামী ৩ বছর, অর্থাৎ ২২-২৫, নিজের মাঠেই এখন অস্ট্রেলিয়া-ভারতের মতো পরাশক্তি সঙ্গে পাকিস্তান, আয়ারল্যান্ডকেও আতিথ্য দেবে বাংলাদেশ। অ্যাওয়ে সিরিজ আছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
এফটিপিতে যুক্ত হওয়ার উচ্ছ্বাসকে চেপে রেখে ক্যাপ্টেন জ্যোতির চোখে সুন্দর আগামীর স্বপ্ন। ক্রিকেটারদের মতে, নিজেদের দুর্বলতা ঘোচানোর যা একটা বড় সুযোগ।
টাইগ্রেস অধিনায়ক বলেন, “যেটা সব থেকে ভালো বিষয়, এখন আমরা আমাদের ক্যালেন্ডার সম্পর্কে জানি। এখন আমরা ক্রিকেটাররা জানি যে, কীভাবে প্রস্তুত হয়ে থাকতে হবে। আগে আমরা জানতাম না, আমাদের পরবর্তী পরিকল্পনা কী? আমাদের অপেক্ষা করে থাকতে হতো, কখন কোন দলের বিপক্ষে খেলব। এ সমস্যাটা এখন আর নেই। এখন আমরা আইসিসির ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত হয়েছি। আমরা জানি, আগামী তিন বছরে আমরা কয়টি ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলব। এখন আমাদের ফিটনেস ঠিক রাখাটা জরুরি।”
বিসিব’র ভষ্য, ‘নারী ক্রিকেটের ইতিহাস বলে বোলিংটা জুতসই হলেও ব্যাটিংটা যে বরাবরই বড্ড নড়বড়ে। তাইতো এই ম্যাচগুলো হতে পারে ব্যাটারদের নিজেদের প্রমাণের বড় মঞ্চ, যা নিয়ে বিস্তর পরিকল্পনা আছে।’
বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, “আমাদের দীর্ঘদিনের একটা পরিকল্পনা আছে। মেয়েদের প্রস্তুতির জন্য লংগার ভার্সন কিংবা ফাস্ট ক্লাস ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন আমরা করব।”
টাইগ্রেস অলরাউন্ডার সালমা খাতুন বলেন, “বাংলাদেশ দলের শক্তির জায়গা বোলিং। আমাদের চেষ্টা থাকে যাতে ব্যাটাররা ভালো করে। তাহলে আমাদের একটা রেজাল্ট আসবে।”
ঘরের মাঠে এশিয়াকাপকে সামনে রেখেই ক্যাম্প শুরু হবে আগামী মাসের শুরুতেই। তাই চলমান প্রিমিয়ার লিগ শেষেই এদফায় নিস্তার মিলছে না রুমানা- জাহানারাদের। আর চলতি বছর শেষেই এফটিপির প্রথম সিরিজ। প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
এসএ/