ঢাবিতে সংঘর্ষ: ছাত্রদলের সম্পাদকসহ অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসের কার্জন হলের সামনে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে ঘটনায় মামলা দায়ের হয়েছে। ঢাবি ছাত্রলীগের শহীদুল্লাহ হল শাখার সভাপতি জাহিদুল ইসলাম বাদি হয়ে কয়েকজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও অর্ধশতাধিককে আসামি করে মামলাটি দায়ের করেছেন বলে জানা গেছে।
শনিবার (২৮ মে) দুপুরে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদুত হাওলাদার মামলার বিষয়টি নিশ্চিত করে জনবাণীকে বলেন, ঢাবির সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। মামলাটি তদন্ত করে আসামিদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
যে সকল ছাত্রদল নেতার নাম উল্লেখ মামলায় আসামী করা হয়েছে তারা হলেন, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহমুদ জুয়েল, সিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিব, ঢাবি ছাত্রদলের আহবায়ক আক্তার হোসেন, সদস্য সচিব মো. আমানুল্লাহ আমান। তবে এখন পর্যন্ত এ কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, মঙ্গলবার দোয়েল চত্বরসংলগ্ন কার্জন হলের সামনে পাকা রাস্তার ওপর বেআইনিভাবে ছাত্রদলের সাধারণ সম্পাদকের নেতৃত্যে ৫০-৬০ জন সংঘবদ্ধ হয় । এ সময় নেতাকর্মীরা লাঠিসোটা, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা এবং এলোপাতাড়ি মারধর করে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটজন সাধারণ শিক্ষার্থী শহীদুল্লাহ হলের শিক্ষার্থী মোমিনুল ইসলাম বিধান, মো. শরিফুল ইসলাম, ফয়সাল আহমেদ, মো. রায়হান, আশরাফুল ইসলাম আসফি, মুশতাক শাহরিয়ার সজীব, জাহিদুল ইসলাম, নাহিদুল ইসলাম শান্তসহ ফজলুল হক মুসলিম হল ও জগন্নাথ হলের অসংখ্য শিক্ষার্থী আহত হয়। এছাড়াও অনেক শিক্ষার্থী আহত হন।
এর আগে মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ‘শৃঙ্খলা’ ও ‘সম্পদ’ নষ্টের অভিযোগে অজ্ঞাতনামা তিন থেকে চারশ জনকে আসামি করে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এসএ/