৭৬ বছর বয়সী বৃদ্ধার প্রেমে পাগল ১৯ বছরের তরুণ!


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


৭৬ বছর বয়সী বৃদ্ধার প্রেমে পাগল ১৯ বছরের তরুণ!

প্রেমের ও ফাঁদ পাতা ভুবনে, কে কোথায় ধরা পড়ে কে জানে, কথায় বলে প্রেমে পড়ার কোনও বয়স হয় না। জীবনের যে কোন পর্যায়ে মানুষ চাইলেই খুঁজে নিতে পারেন নিজের মনের মানুষকে। গল্প, উপন‍্যাসে, সিনেমায় আকছারই অসম বয়সি সম্পর্কের কথা উঠে এসেছে। কিন্তু এ একেবারে বাস্তব কাহিনী। 

১৯ বছরের এক যুবক হাবুডুবু খাচ্ছেন ৭৬ বছরের এক তরুণীর প্রেমে। সম্প্রতি এই পুরুষ সঙ্গীর প্রেম প্রস্তাব দেওয়ার পর ভিডিও নেটমাধ‍্যমে ছড়িয়ে পড়েছে এবং তা নিয়ে নেটাগরিকার আলোড়ন তুলেছেন। 

জানা যায়, ৭৬ বছর বয়সি ওই প্রেমিকা অবসরপ্রাপ্ত চাকুরীজীবী। প্রতিমাসে বেশ মোটা অংকের পেনশন পান। জীবনের একটি নতুন অধ‍্যায় শুরু করতে চলেছেন। ১৯ বছর বয়সি ওই যুবক বেশ জনপ্রিয় সোশ‍্যাল মিডিয়ায়। তাঁর অনুগামীর সংখ্যা ও প্রায় ২০ লক্ষ ছুঁই ছুঁই। একেবারে প্রথাগত ভঙ্গিতে হাঁটু ভেঙ্গে হাতে ফুল নিয়ে প্রেমের প্রস্তাব দেওয়ার ছবি নেটমাধ‍্যমের অন‍্যতম চর্চিত বিষয়। তবে সেই ছবির নীচে শুভেচ্ছা বার্তা সহ বিরুপ কিছু মন্তব‍্য ও এসেছে। 

কেউ লিখেছেন, পেনশনের লোভেই ওই যুবক বৃদ্ধার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন। কিংবা কারও মত, নেট মাধ‍্যমে নিজে জনপ্রিয় হতেই এই রকম কীর্তি ওই যুবকের। তবে বিদ্রুপ করতেও ছাড়েনি অনেকে। বিদ্রুপ করে অনেকেই যুগলকে দাদি এবং নাতি বলেছেন।

এসএ/