বাঙলা কলেজে ২০ তম ব্যাচের র্যাগ ডে পালন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
আনন্দ উল্লাস এবং হৈ-হুল্লোড়ে পালিত হয়েছে বাঙলা কলেজের রসায়ন বিভাগের ২০তম ব্যাচের র্যাগ ডে। শনিবার (২৮ মে) সকাল ১০ টায় রসায়ন বিভাগের সামনে শিক্ষকগণ ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এ র্যাগ তে উদযাপিত হয়।
ধবধবে সাদা টি শার্ট সকলের গায়ে। লাল সবুজে সেজেছে মেয়েরা নতুন রূপে। সকলের গায়েই সাদা টি শার্ট কিন্তু একটু যায়গাও যেন সাদা নেই। লাল, নীল, সবুজ আর কালো রঙে রাঙিয়ে গেছে টিশার্ট। আজ যেন লেখালেখির লগ্ন এসেছে। কেওবা রং লাগিয়ে দিচ্ছে বন্ধুর কপালে। সে এক মোহনীয় দৃশ্য।