অনিবন্ধিত হাসপাতাল-ক্লিনিকের খোঁজে অভিযান


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


অনিবন্ধিত হাসপাতাল-ক্লিনিকের খোঁজে অভিযান

রাজধানীর বাড্ডা এলাকায় স্বাস্থ্য অধিদপ্তরের আলটিমেটাম শেষ হওয়ার পর দেশের সব অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযানে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (২৯ মে) দুপুরে রাজধানীর বাড্ডা এলাকায় ঢাকা ক্রাউন মেডিকেল সেন্টারের মাধ্যমে এই অভিযান শুরু করে । অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার।

অভিযানের শুরু করার আগে জানানো হয়, কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার অনিবন্ধিত ও নবায়নবিহীন কি না যাচাই করতে অভিযান শুরু হয়েছে। পরে অভিযানিক দলটি ডগমা হাসপাতালসহ আশপাশের ক্লিনিক ও ডাগায়নিস্টিক সেন্টারে যায়। কাগজপত্রসহ বিভিন্ন বিষয় যাচাই করা হচ্ছে। 

গত ২৬ মে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে ৭২ ঘণ্টার মধ্যে দেশের সব অনিবন্ধিত ক্লিনিক বন্ধের নির্দেশ দেওয়া হয়। এসময়ের মধ্যে ক্লিনিক বন্ধ করা না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দেওয়া হয়।

ইতোমধ্যে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও কিট রাখার অপরাধে রাজধানীর বাড্ডার ডগমা হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

ফাহমিনা আক্তার জানান, এই হাসপাতালের লাইসেন্সসহ কাগজপত্র ঠিক আছে। কিন্তু তাদের ফার্মেসিতে ওষুধ এবং ল্যাবে কিট মেয়াদোত্তীর্ণ। কিছু ওষুধ-কিট এক বছরেরও বেশি মেয়াদোত্তীর্ণ। সেজন্য তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জি আই