চায়না প্রতিষ্ঠান কন্ডা’র শুল্ক ফাঁকির দেয়ার চেষ্টা, তদন্তে কাস্টমস


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


চায়না প্রতিষ্ঠান কন্ডা’র শুল্ক ফাঁকির দেয়ার চেষ্টা, তদন্তে কাস্টমস

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (সিইপিজেডে)'র ৪ নম্বর সড়কে মাত্র এক বছর আগে প্রতিষ্ঠিত ‘কন্ডা আর্ট ম্যাটেরিয়ালস বাংলাদেশ কোম্পানি লিমিটেড’ নামের প্রতিষ্ঠানের বিরুদ্ধে শুল্ক ফাঁকি দেয়াসহ নানান অভিযোগ রয়েছে। 

প্রতিষ্ঠানটির কৌশলে শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টায় অবৈধ আমদানির মাধ্যমে কোটি টাকার রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। জানাযায়, ইপিজেডের এই কারখানাটিতে আর্ট পেপার, ড্রয়িং ক্যানভাস, পেইন্টিং সেট, পেড, রং, পিকচার বই, ব্রাশ ইত্যাদি পণ্য বানিয়ে রপ্তানি করে থাকে। আগে বিশ্বের ৫ দেশে রপ্তানি করলেও বর্তমানে শুধুমাত্র যুক্তরাষ্ট্র আর কানাডাতে তাদের উৎপাদিত আর্ট পণ্য রপ্তানি হয়। 

আরো জানা যায়, সম্প্রতি সময়ে ‘কন্ডা আর্ট ম্যাটেরিয়ালস বাংলাদেশ কোম্পানি লিমিটেড’ বেপজার কিছু অসাধু কর্মকর্তার সহায়তায় বড় অঙ্কের সরকারি শুল্ক ফাঁকি দিতে চীন থেকে দশ কাভার্ডভ্যান মিথ্যা ঘোষণায় পণ্য নিয়ে এসেছে। গত এপ্রিল মাসে ১০ টি কাভার্ড ভ্যান ও মে মাসে ৭টি কনটেইনার পণ্য আমদানিতে শুল্ক ফাঁকি ও কাগজপত্রে অসংগতির আংশিক প্রমাণও পেয়ে কাস্টমস বন্ড কমিশনারেট চট্টগ্রামের কর্মকর্তারা কাভার্ড ভ্যানগুলো জব্দ করেন। 

চায়না প্রতিষ্ঠানটি কর্মকর্তারা নিজেদের দুর্নীতির ও অনিয়মের বিষয়টি ধামাচাপা দিতে কাস্টমস বন্ড কমিশনারেট কর্মকর্তাদের ‘ম্যানেজ’ করার চেষ্টাও চালিয়ে যাচ্ছে বলে আরো অভিযোগ রয়েছে। তবে কন্ডা আর্ট ম্যাটেরিয়ালস বাংলাদেশ কোম্পানি লিমিটেডের একের পর এক আমদানি সংশ্লিষ্ট কাগজপত্রে অসঙ্গতি, শুল্ক ফাঁকির পায়তারাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডগুলো কাস্টমস বন্ড কমিশনারেটরের প্রাথমিক তদন্তেও মিলছে অনিয়ম ও দুর্নীতির এমন আভাস। প্রাথমিক ভাবে মিথ্যা ঘোষণায় আমদানি করা দশ কাভার্ডভ্যান এসব পণ্য আমদানি করে বড় অঙ্কের শুল্ক ফাঁকি দেয়ার চেষ্টা করেছে প্রতিষ্ঠানটি। 

এ বিষয়ে আরও অধিকতর তদন্তের কথা বলছে কাস্টমস বন্ড কমিশনারেট। চীন থেকে মিথ্যা ঘোষণায় আনা দশ কাভার্ড ভ্যান পণ্যের মূল্য প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা। বাকী ৭ কনটেইনার পণ্য আমদানিতে কত টাকার শুল্ক ফাঁকি দেয়া হয়েছে তা তদন্ত করছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

এসএ/