ওমানের সালালাহ নগরীতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ওমানের সালালাহ নগরীতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বাসিন্দা ওমান প্রবাসী আবদুর রহিম ওমানের সালালাহ নগরীতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। 

বৃহস্পতিবার (২৬ মে) ওমানের সুলতান কাবুস হাসপাতালে স্থানীয় সময় বিকেল ৫টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুর রহিম (২৫)। এর আগে ওমানের সালালাহ নগরীতে সকাল ১০টার দিকে দুর্ঘটনার শিকার হন।
 
ওমান প্রবাসী আবদুর রহিম কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ওবাইদুল হক এর ছোট ছেলে।

জানা গেছে, মাত্র তিনমাস আগেই জীবিকার তাগিদে ওমান পাড়ি দিয়েছিলেন আবদুর রহিম। তার দুই বছর বয়সী একটি সন্তান রয়েছে।

আবদুর রহিম সালালাহ নগরীর সড়কে গাড়িচাপায় আহত হন। পরে প্রবাসীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

জি আই/