ট্রাক্টর চালিয়ে বিয়ের মন্ডপে আসলেন কনে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
পৃথিবীজুড়ে প্রতিনিয়ত ঘটে কত নতুন নতুন ঘটনা। বিয়ের রীতি নীতি ও পাল্টে যাচ্ছে দিনি দিনে। কনে যাচ্ছেন পাত্রকে বিয়ে করতে, বুলেট চালিয়ে বিয়ের মন্ডপে উপস্থিত হচ্ছেন কনে। আবার ঘোড়ায় চড়ে বিয়ে করে বর আনছে কনে। সাম্প্রতিক এই ঘটনাগুলো নজর কেড়েছে সবার।
না বুলেট, না ঘোড়া। ট্রাক্টর চালিয়েই নিজের বিয়ের মন্ডপে হাজির হল ভারতের মধ্যপ্রদেশের বেতুলের এক কন্যা। সেই ভিডিও এখন ভাইরাল।
ভারতী নামের ওই তরুণী কনের কনের সাঁজে চোখে রোদ চশমা, হাতে ট্রাক্টরের স্টিয়ারিং, চালকের আসনে বসা, পাশে তাঁর ভাইয়েরা। একেবারেই ফিল্মি স্টাইলে মন্ডপে হাজির হয়ে অতিথিদের তাক লাগিয়ে দিলেন ভারতী।
শুক্রবার (২৭ মে) ভারতের মধ্যপ্রদেশের বেতুলের জাবরা গ্রামে বিয়ে হয় ভারতীর।
এসএ/