মিরপুরে জহুরুল হত্যা মামলায় ১জনের মৃত্যুদন্ড, ৩ জনের যাবজ্জীবন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


মিরপুরে জহুরুল হত্যা মামলায় ১জনের মৃত্যুদন্ড, ৩ জনের যাবজ্জীবন

মিরপুর মধ্য মনিপুর এলাকায় জহুরুল হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড এবং তিন জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। 

সোমবার (৩০ মে) ঢাকা বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এর আদালত এ রায় ঘোষনা করেন।

মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি, এমাদুল হক গন্ডার (৩০)। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিরা, শহিদুল্লাহ, মনির, আজাদুল। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি সকলকে ১০ হাজার টাকার অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড। 

রায় ঘোষনার সময় ৩ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। আসামিদের মধ্যে শহিদুল্লাহ পলাতক আছে। 

মামলার বিবরণে জানাযায়, ১৭ জুলাই ২০১৩ সালে মিরপুর মধ্য মনিপুর খলিলের বস্তি এলাকায় পূর্ব শত্রুতার জেরে, বাসা থেকে ডেকেনিয়ে হত্যা করা হয় কাজী জহুরুল ইসলাম বাবু নামে এক ব্যবসায়ীকে। হত্যার পর নিহতের ভাই কাজী তাজুল ইসলাম বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

ওআ/