বোনকে উত্ত্যক্তের প্রতিবাদে ভাইকে হত্যা: মৃত্যুদণ্ড ১, যাবজ্জীবন ৩ জনের
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
রাজধানীর শ্যামপুরে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তার ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় তুহিন নামে একজনকে মৃত্যুদন্ড, একজনকে আমৃত্যু কারাদণ্ড ও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
সোমবার (৩০ মে) ঢাকা অতিরিক্ত মহানগর দায়রা জজ ৮ম আদালত সৈয়দা হাফছা ঝুমা এর আদালত এ রায় ঘোষনা করেন। রায় ঘোষনার সময় অভিযুক্ত তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন।
এই মামলায় মৃত্যুদন্ডের পাশাপাশি আাসামি তুহিনকে ৫০ হাজার টাকা জরিমানা, এরফান এর যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, মাসুম এর আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, রাবব্বি এর যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত। আসামিদের মধ্যে মাসুম পলাতক রয়েছে।
এরআগে, ২০২০ সালের ২ ডিসেম্বর এই মামলায় চার্জশিট দাখিল করে পিবিআই। সক্ষীদের সাক্ষ্য গহন শেষ বিচারক মামলার রায়ের দিন ধার্য করেন।
উল্লেখ্য, রাজধানীর শ্যামপুরে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তার ভাই পাভেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। গুরুতর আহত শেখ ইসলাম পাবেলকে (২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেয়া হলে তার মৃত্যু হয়।
শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ‘নিহতের বোনকে একই এলাকার তুহিন ও শাহিন উত্ত্যক্ত করে। এই ঘটনার প্রতিবাদ করায় ওই দুইজন মিলে পাবেলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত পাভেলকে রাত পৌনে একটার দিকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকালে ইনটেনসিভ কেয়ার ইউনিট ( আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান পাভেল।”
এসএ/