রাজধানীর পল্লবীতে মেট্রোরেল স্টেশন থেকে ইট পড়ে পথচারীর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বর পল্লবী এলাকায় ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে মেট্রোরেলের ৫ নম্বর স্টেশনের ২০৩ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নির্মাণাধীন মেট্রোরেলের স্টেশনের উপর থেকে থেকে ইট পড়ে মাহবুবুর তালুকদার (৪৯) নামে এক পথচারী নিহত হয়েছেন।
সোমবার (৩০ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে। পল্লবী থানার ইন্সপেক্টর (তদন্ত) আহাব আলী বলেন, নির্মাণাধীন মেট্রোরেল স্টেশনের দেয়ালের কিছু অংশ ভেঙে নিচে পড়লে পথচারী সোহেল মাথায় আঘাত পেয়ে মারা যান।
পল্লবী থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক সালমা আক্তার জানান, দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি, কাউকে আটক বা গ্রেপ্তারও করা হয়নি।
সোহেলের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
জি আই/