বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬২১ জনের
20Shares

ছবি: সংগৃহীত
করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩ লাখ ৩৯ হাজার ৫৯৬ জন। এবং মৃত্যু হয়েছে ৬২১ জনের।মঙ্গলবার (৩১ মে) সকালে আন্তর্জাতিক ওয়েব...
বিজ্ঞাপন
করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩ লাখ ৩৯ হাজার ৫৯৬ জন। এবং মৃত্যু হয়েছে ৬২১ জনের।
মঙ্গলবার (৩১ মে) সকালে আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮ কোটি ৫৭ লাখ ৩০ হাজার ৪৮৭ জন। মারা গেছেন ১০ লাখ ৩১ হাজার ২৮৬ জন।
বিজ্ঞাপন
এ নিয়ে করোনায় বিশ্বে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ লাখ ১১ হাজার ৫৮৬ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ কোটি ১৮ লাখ ৮৪ হাজার ৩৫০ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫০ কোটি ২৮ লাখ ৭৮ হাজার ২০৫ জন।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৪ কোটি ৩১ লাখ ৫৮ হাজার ৫৮২ জন। মারা গেছেন ৫ লাখ ২৪ হাজার ৬১১ জন।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২৩০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
বিজ্ঞাপন
জি আই/








