ফটোগ্রাফার না আসায় বিয়েই ভেঙ্গে দিল কনে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
আমাদের চারিদিকে প্রতিদিন এমন কিছু ঘটনা ঘটে যা সামনে আসার পর কার্যত চক্ষু চড়ক গাছ হয় যায় সকলের। এমনিতেই সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা বিয়ে সংক্রান্ত একাধিক অদ্ভুত ভিডিও ইতিমধ্যেই দেখতে পেয়েছি। বিয়ের আনন্দে বরের চোখে জল থেকে শুরু পরে বিবাহের মধ্যেই বর- কনের লড়াই সবকিছুই দেখে নিয়েছি আমরা। তবে এবার যে ঘটনা ঘটেছে তা কার্যত এক কথায় নজির বিহীন।
জানা যায়, বিয়ের সময়ে ফটোগ্রাফার নিযুক্ত করেননি বর। আর এই কারণেই তাঁকে বিয়ে করতে অস্বীকার করেছেন কনে! শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঠিক এই রকমই এক ঘটনা এবার সামনে এসেছে। গত রবিবার ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের কানপুরের দেহাত জেলার একটি গ্রামে।
মূলত, বিয়ের অনুষ্ঠানে উভয়পক্ষের তরফেই আয়োজন করা হয় পুরোদমে। এমনকি, বরযাত্রীদের মিছিল আসার পর বিবাহের প্রস্তুতি ও নেওয়া হয়। কিন্তু সেই মুহূর্তেই সেখানে উপস্থিত কনে বুঝতে পারেন যে, তাঁদের স্মরণীয় মুহূর্তে গুলি ক্যামেরাবন্দী করার জন্য কোনো ফটোগ্রাফার নেই।
এমতাবস্থায় তিনি এতটাই রেগে গিয়ে ছিলেন যে, একটা সময়ে বিয়ে, করতে অস্বীকার করে এক প্রতিবেশীর বাড়িতে চলে যান।
এদিকে অবস্থা এতটাই বেগতিক হয়ে যায় যে, সেই সময়ে সকলেই ওই কনেকে বোঝানোর অনেক চেষ্টা করলেও তিনি সাফ জানিয়েছেন, যে মানুষটা আজ আমাদের বিয়ের সময়েই যত্নশীল নয়, সে ভবিষ্যতে আমার যত্ন নেবে কি করে?
এমনকি একটা সময়ে বিষয়টি থানাতে এ পৌঁছে যায়। সেখানে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে উভয় পরিবার অর্থ ফেরত দেওয়ার বিষয়ে সম্মত হয়।
এই প্রসঙ্গে মঙ্গলপুর থানার সাবইন্সপেক্টর দরি লাল জানিয়েছেন যে, বিষয়টি পারস্পরিকভাবে মীমাংসা করা হয়েছে।
পাশাপাশি তিনি আরও জানান, দুই পক্ষ একে অপরকে দেওয়া জিনিসপত্র ও নগদ টাকা ফেরত দিয়েছে। এরপর কনে ছাড়াই বর চলে যায়। এছাড়াও বরপক্ষের তরফে ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফার ভাড়া না করার কনে রেগে গিয়ে বিয়ে করতে অস্বীকার করে বলেও জানান তিনি।
এসএ/