সাত দিনে দুই লাখ ছাড়িয়েছে রাবির ভর্তি আবেদন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


সাত দিনে দুই লাখ ছাড়িয়েছে রাবির ভর্তি আবেদন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হয়েছে গত ২৫ মে (বুধবার) দুপুর ১২টা থেকে তা চলবে আগামী ৯ জুন (বৃহস্পতি) রাত ১২টা পর্যন্ত। গত বুধবার থেকে আজ দুপুর পর্যন্ত সাত দিনে আবেদন জমা পড়েছে ২ লাখ ২০ হাজার।

মঙ্গলবার (৩১ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম জনবাণীকে এ তথ্য নিশ্চিত করেন।

অধ্যাপক বাবুল ইসলাম জানান, ‘এখন পর্যন্ত তিনটি ইউনিটে সর্বমোট ২ লাখ ২০ হাজার ৩০৫টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে (মানবিক) আবেদন জমা পড়েছে ৮০ হাজার ১৫০টি, ‘বি’ ইউনিটে (বাণিজ্য) ৫৭ হাজার ৭৫ টি এবং ‘সি’ ইউনিটে (বিজ্ঞান) ৮৩ হাজার ৮০টি।’

তিনি আরও জানান, ‘গত বুধবার দুপুর ১২টা থেকে প্রাথমিক আবেদন শুরু হয়। প্রাথমিকভাবে আবেদনকারীদের এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতি ইউনিটে ৭২ হাজার ভর্তিচ্ছু চূড়ান্ত আবেদনের জন্য নির্বাচিত হবেন।’

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের ভর্তি পরীক্ষা আগামী ২৪ থেকে ২৭ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রাথমিক আবেদন যাচাই-বাছাই শেষে আগামী ১৫ জুন থেকে চূড়ান্ত আবেদন শুরু হবে। চলবে ২৮ জুন পর্যন্ত। এবার তিনটি (এ, বি, সি) ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তিচ্ছুদের আবেদন যোগ্যতা নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞানের শিক্ষার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে আলাদাভাবে জিপিএ ৩.৫ সহ দুটি মিলিয়ে কমপক্ষে ৮ থাকতে হবে। ব্যবসায় শাখা শিক্ষার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে আলাদাভাবে জিপিএ ৩.৫ সহ দুটি মিলিয়ে কমপক্ষে ৭.৫ থাকতে হবে। মানবিকের শিক্ষার্থীদের আবেদনের জন্য এসএসসি ও এইচএসসিতে জিপিএ কমপক্ষে ৩ পয়েন্টসহ দুটিতে কমপক্ষে জিপিএ ৭ থাকতে হবে। এছাড়াও এবার রাবি তে ২য় বার পরিক্ষা দেয়ার সুযোগ রয়েছে।

এসএ/