নেতাকে হত্যাচেষ্টা, ছাত্রলীগের অবরোধে চবি'র ক্লাস-পরীক্ষা স্থগিত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রলীগ নেতাকে পরিকল্পিতভাবে হত্যা করার চেষ্টা করা হয়। হামলাকারীদের গ্রেফতার দাবিতে ছাত্রলীগের দীর্ঘ ১১ ঘন্টা অবরোধে সব ক্লাস পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা যায়, মঙ্গলবার (৩১ মে) ভোররাত ১ টার দিকে ছাত্রলীগের উপগ্রুপ 'ভিএক্স' এর নেতা প্রদীপ চক্রবর্তী দু্র্জয় ও সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ রাশেদের উপর হামলার ঘটনা ঘটে। হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সকাল থেকে গেটে তালা, রাস্তায় আগুন ও বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে অবরোধ করে ভিএক্স গ্রুপের নেতাকর্মীরা। এতে করে শহর থেকে শাটল ট্রেন ও কোনো বাস ক্যাম্পাসে আসতে পারেনি। পরে প্রশাসন সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করে।
হামলার শিকার প্রদীপ চক্রবর্তী দুর্জয় বলেন, “রাজনৈতিক শত্রুতার জেরে আমাকে হত্যার উদ্দেশ্যে যুবলীগ নেতা হানিফ,তার ভাই ইকবাল সহ তাদের অনুসারীরা আমার উপর অতর্কিতভাবে হামলা করে।প্রথমে জিআই পাইপ দিয়ে আঘাত করে, আমি পড়ে গেলে দা দিয়ে কুপিয়ে জখম করতে চায়, আমি দৌড়ে পালানোর চেষ্টা করলে তারা আমাকে লক্ষ্য করে গুলি করে।”
দুপুর ২ টার দিকে হাটহাজারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম হামলাকারী হানিফকে গ্রেফতারের খবর নিশ্চিত করলে চবি প্রক্টর ড. রবিউল ইসলাম ভূইঁয়া বলেন, “পুলিশ হানিফকে গ্রেফতার করেছে।বাকিদের ও গ্রেপ্তার করে তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় আনা হবে। আমি শিক্ষার্থীদের সাথে কথা বলেছি তারা ক্যাম্পাসের পরিস্থিতি বজায় রাখতে অবরোধ তুলে নিবেন।”
অবরোধ তুলে নেওয়া প্রসঙ্গে প্রদীপ চক্রবর্তী দুর্জয় বলেন, “সাধারণ শিক্ষার্থী ও ঢাবি ভর্তি পরীক্ষার কথা ভেবে আমরা আপাতত অবরোধ স্থগিত রাখছি। কিন্তু ৭২ ঘন্টার মধ্যে হামলাকারী সবাইকে গ্রেফতার করা না হলে আমরা পুনরায় অবরোধসহ বিভিন্ন আন্দোলনের ডাক দিব।”
এসএ/