১৪ বার ছুরিকাঘাতে কিশোরীকে হত্যা, রেললাইনে খুনির লাশ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে পর পর ১৪ বার ছুরি দিয়ে আঘাত করে এক কিশোরীকে খুন করল ভারতের তামিলনাড়ুর এক পাষন্ড যুবক। অভিযুক্তের খোঁজে অভিযানে নেমে মঙ্গলবার একটি রেললাইনে উপর তিঁর দেহ পড়ে থাকতে দেখে পুলিশ। অভিযুক্ত কিশোরীকে খুনের পর সে আত্মঘাতী হয়েছে, নাকি তাকে কেউ খুন করেছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে প্রকাশ, তামিলনাড়ুর ত্রিচিতে রেললাইনের উপর কেশবন ( ২২) এর দেহ পাওয়া যায়। তাঁর বিরুদ্ধে একাদশ শ্রেনীর এক ছাত্রীকে খুনের অভিযোগ রয়েছে। ১৬ বছরের ওই কিশোরী ও ত্রিচির বাসিন্দা। আথিকুলনে তাঁর বাড়ি।
পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাঁদের মেয়েকে উত্ত্যক্ত করছে কেশবন। বার বার তাকে প্রেমের প্রস্তাব দিলেও বরাবরই তা নাকচ করে দিয়েছিল মেয়েটি। তা সত্ত্বেও কিশোরীর পিছু ছাড়েনি কেশবন। বছর খানেক আগে কিশোরীকে অপহরণের দায়ে পকসো আইনে জেল ও হয় অভিযুক্তের। সম্প্রতি জেল থেকে বেরিয়ে আবার ও মেয়েটিকে প্রেম নিবেদন করে সে। আবারও প্রত্যাখ্যাত হলে এবার কিশোরীর উপর ঝাঁপিয়ে পড়ে এলোপাতাড়ি ছুরি চালিয়ে দেয় কেশবন। পরপর ১৪ বার।
কিশোরীর আত্মীয়রা জানিয়েছেন, একাদশ শ্রেনীর পরীক্ষার পর তাঁদের বাড়িতে আসার কথা ছিল ছাত্রীটির।
প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি ওভার ব্রিজের কাছের রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই কিশোরীর পথ আটকে প্রেম নিবেদন করে কেশবন। তাতে রাজি না হওয়ায় বার বার ছুরি দিয়ে কিশোরীকে আঘাত করতে থাকে সে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে কিশোরী। এরপর সেখানেই ছুরিটি ফেলে রেখে চম্পট দেয় কেশবন।
ঘটনার তদন্তে তিনটি দল গঠন করে অভিযুক্তের খোঁজে শুরু করেছিল তামিলনাড়ু পুলিশ। তবে মঙ্গলবার রাতে মানাপ্পারাইয়ের কাছে একটি রেললাইনে তার দেহ পাওয়া যায়। পাশেই পড়েছিল তার মোবাইল ফোনটি। সেই সূত্রেই কেশবনের পরিবার দেহটি সনাক্ত করে। তবে এটি নিছকই দুর্ঘটনা না আত্মহত্যা, নাকি কেশবনকে কেউ খুন করেছে, তার তদন্তে নেমেছে পুলিশ।
এসএ/