জাপান গার্ডেন সিটির ১৬ তলা থেকে পড়ে ঢাবি ছাত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
রাজধানীর আদাবর এলাকার জাপান গার্ডেন সিটির বহুতল ভবন থেকে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুয়েনা হাবীব প্রাপ্তির মৃত্যু হয়েছে। তবে এটি আত্মহত্যা, নাকি দুর্ঘটনা তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া গেছে।
বুধবার (১ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহিদুজ্জামান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জুয়েনা সপরিবারে জাপান গার্ডেন সিটির ১৬ নম্বর ভবনের দ্বিতীয় তলার বাসায় থাকতেন। তার বাবা হাবিবুল আজিজ স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী ছিলেন।
ওসি শাহিদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। জুয়েনার রেখে যাওয়া চিরকুটে লেখা রয়েছে ‘আমার জীবন একটা ব্যর্থ জীবন। না পারলাম মা–বাবাকে খুশি করতে, না পারলাম অন্য কাউকে খুশি করতে। আমি গেলে কিছু আসবে–যাবে না জানি।'
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার পুলিশ লাশ উদ্ধার করে।
ওআ/