বশেমুরবিপ্রবিতে শিক্ষকদের একাডেমিক কার্যক্রম বর্জন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


বশেমুরবিপ্রবিতে শিক্ষকদের একাডেমিক কার্যক্রম বর্জন

সুনির্দিষ্ট তিনটি দাবি আদায়ের লক্ষ্যে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) অনির্দিষ্ট সময়ের জন্য সকল একাডেমিক কার্যক্রম থেকে নিজেদের বিরত থাকার ঘোষণা দিয়েছেন শিক্ষকদের সংগঠন "বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি।"

বুধবার (১লা জুন) সন্ধ্যায় জরুরি বৈঠক শেষে শিক্ষক সমিতির সভাপতি ড. মো. কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক ড. মো. আবু সালেহ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক প্রেরিত,'পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ও পদোন্নয়নের যুগোপযোগী নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে নূন্যতম যোগ্যতা নির্ধারণের নির্দেশিকা" বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বার্থ পরিপন্থী হওয়ায় একটি ভারসাম্যমূলক ও সামঞ্জস্যপূর্ণ নীতিমালা প্রণয়ের উদ্যোগ গ্রহন করতে হবে। পারিতোষিক এর হার পুনঃনির্ধারণ বিষয়ক কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী অর্থ কমিটির অনুমোদন সাপেক্ষে বিষয়টি রিজেন্ট বোর্ডের আলোচ্য সূচির অন্তর্ভুক্ত করতে হবে।

পাশাপাশি, যোগ্যতা অর্জন সাপেক্ষে উচ্চতর পদে আবেদনকৃত প্রার্থীর আপগ্রেডেশন নিশ্চিত করার বিষয়টি রিজেন্ট বোর্ডের আলোচ্য সূচির অন্তর্ভুক্ত করার দাবিও জানিয়েছেন শিক্ষক সমিতি। 

উল্লেখিত দাবি নিয়ে উপাচার্যের সাথে করা আলোচনা ফলপ্রসূ না হওয়ায় অনির্দিষ্ট সময়ের জন্য একাডেমিক কার্যক্রম থেকে নিজেদের বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলে শিক্ষক সমিতির বিবৃতিতে জানানো হয়।

এসএ/