১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমল ৯৩ টাকা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমল ৯৩ টাকা

ভোক্তা পর্যায়ে ১২ কেজির প্রতিটি এলপিজি সিলিন্ডারের দাম ৯৩ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে এক হাজার ৩৩৫ টাকা থেকে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির দাম দাঁড়ালো এক হাজার ২৪২ টাকায়।

বৃহস্পতিবার (২ জুন) বিকাল পৌনে ৫টার দিকে এ ঘোষণা দেন বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকেই এ দাম কার্যকর হবে।

বিইআরসি চেয়ারম্যান ঘোষণার সময় বলেন, বেসরকারি এলপিজির রিটেইলর পয়েন্টে (ভোক্তা পর্যায়) মূসক ব্যতীত প্রতি কেজির মূল্য ৯৭ টাকা ৩ পয়সা এবং মূসকসহ ১০৩ টাকা ৫০ পয়সায় সমন্বয় করা হয়েছে। এ কারণে এখন থেকে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির মূসকসহ দাম এক হাজার ২৪২ টাকায় সমন্বয় করা হয়েছে।

তিনি আরও বলেন, বুধবার রাতে সৌদির আরামকো কোম্পানি দাম ঘোষণা করেছে। আমরা সদস্যরা সারা রাত বসে ভোক্তা পর্যায়ের দাম সমন্বয় করেছি।

ওআ/