কাফনের কাপড় পরে রেললাইনে শিক্ষার্থীরা!
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দ্বিতীয়বার ভর্তির সুযোগ চান ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। এই দাবি আদায়ে প্রয়োজনে তারা আত্মাহুতি দেবেন বলে হুমকি দিয়েছেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা কাফনের কাপড় পরে ষোলশহর রেল স্টেশনে অবস্থান নেন।
বৃহস্পতিবার (২ জুন) সকাল সাড়ে দশটার দিকে নগরের ষোলশহর রেলওয়ে টেশনে ক্যাম্পাসগামী সাড়ে দশটার ট্রেন অবরোধ করে শিক্ষার্থীরা তাদের দাবি জানায়।
আন্দোলনরত আসমাউল হোসনা সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরা কাফনের কাপড় পরে রেললাইনে অবস্থান নিয়েছি৷ বিশ্ববিদ্যালয় প্রশাসন সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা বিষয়ে বারবার আশ্বাস দিলেও কোনো উদ্যোগ নেয়নি। তাই আমাদের দাবি মেনে না নিলে বিশ্ববিদ্যালয় শাটলের নিচেই আত্মাহুতি দেব।’
আন্দোলনের সমন্বয়ক সংগ্রাম খান বলেন, “আমরা সাড়ে দশটার ট্রেন আটকেছিলাম। পরে বড় ভাইদের পরীক্ষা থাকায় মানবিক বিবেচনায় ছেড়ে দিয়েছি। কিন্তু আমরা এখনও অবস্থান করছি। ঢাকা ও চট্টগ্রাম ছাড়া সব বিশ্ববিদ্যালয়ে এই সুযোগ আছে। আমাদের দাবি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চালু করা।”
তিনি আরও বলেন, “আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো সিট চাইছি না। আমরা চাই, বিশ্ববিদ্যালয়ে মেধার ভিত্তিতে আমাদের ভর্তি পরীক্ষা নেওয়া হোক। এটা আমাদের অধিকার।”
এর আগে ১৩ এপ্রিল দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। তবে পুলিশ ও প্রক্টরিয়াল বডির বাধায় তাদের আন্দোলন আধা ঘণ্টার মধ্যেই পণ্ড হয়ে যায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, “শিক্ষার্থীদের আন্দোলন অযৌক্তিক। চবিতে দ্বিতীয়বার ভর্তির সুযোগ নেই। বিষয়টি নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হবে না। যেভাবে ভর্তি পরীক্ষা হচ্ছে আগামীতেও সেভাবে হবে।”
তিনি আরও বলেন, “শুধু মাত্র যারা ২০১৯ সালে এসএসসি ও ২০২১ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছে তারাই এবার ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে।”
এসএ/