চবিতে অংশ নিবে ঢাবি'র সাড়ে চব্বিশ হাজার পরীক্ষার্থী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
আগামীকাল শুক্রবার (৩ জুন) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। এবারের ভর্তি পরীক্ষায় ৫ ইউনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রে অংশ নিবে ২৪ হাজার ৫৮৯ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২রা জুন) প্রক্টর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করে বলেন,' প্রথম দিনের পরীক্ষায় অংশ নিচ্ছে ৩ হাজার ৯৫৩ জন পরীক্ষার্থী।শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে শাটল ট্রেনের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
বিভিন্ন ইউনিটে যতজন শিক্ষার্থী অংশ নেবেন
৩ জুন ‘গ’ ইউনিটে ৩ হাজার ৯৫৩ জন, ৪ জুন ‘খ’ ইউনিটে ৩ হাজার ৫৩৮ জন, ১০ জুন ‘ক’ ইউনিটে ১০ হাজার ৪২০ জন, ১১ জুন ‘ঘ’ ৬ হাজার ২৭০ জন এবং ১৭ জুন ‘চ’ ইউনিটে ৪০৮ জন শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশগ্রহণ করবে।
‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের পরীক্ষা হবে বেলা এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত (দেড় ঘণ্টা)। আর চারুকলার অর্থাৎ ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষাটি হবে বেলা এগারোটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত (৩০ মিনিট)।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, “ঢাবির ভর্তি পরীক্ষার বিষয়ে ইতোমধ্যে আমাদের প্রস্তুতি শুরু হয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরীক্ষা চলাকালীন ট্রেনের শিডিউল পরিবর্তন করা হয়েছে।”
তিনি আরও বলেন, “পরীক্ষা উপলক্ষে যাতে কোনো খাবারের হোটেল বা দোকানদার জিনিসের দাম বেশি না রাখে আমরা সে বিষয়ে ও খেয়াল রাখছি।”
পরিবর্তিত শাটলের ট্রেনের সময়সূচি
পরীক্ষার দিন সকালে বটতলী থেকে ৭টা ৫০ মিনিট, ৮টা ৫০ মিনিট, বিকেল ৩টা ৩০ মিনিট ও রাত ৮টা ৩০ মিনিটে ট্রেনগুলো ছেড়ে আসবে। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেল স্টেশন থেকে দুপুর ১টা ৩০ মিনিট, দুপুর ২টা ১৫ মিনিট ও রাত ৯টা ৩০ মিনিটে শহরে উদ্দেশে ছেড়ে যাবে বলে জানান প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া।
ঢাবি সূত্রে জানা যায়, পাঁচটি ইউনিটে মোট আসন রয়েছে ২৪ হাজার ৫৮৯টি। এর মধ্যে ‘ক’ ইউনিটে ১ হাজার ৮৫১টি, ‘খ’ ইউনিটে ১ হাজার ৭৮৮টি, ‘গ’ ইউনিটে ৯৩০টি, ‘ঘ’ ইউনিটে ১ হাজার ৩৩৬টি এবং ‘চ’ ইউনিটে ১৩০টি আসন রয়েছে।
এসএ/