অচল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়!
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
আসন্ন রিজেন্ট বোর্ডে আপগ্রেডেশন নিশ্চিতের দাবিতে ফের কর্মবিরতি ও অবস্হান কর্মসূচি ঘোষণা করল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কর্মচারী সমিতি। যার ফলে অচলাবস্তায় ক্যাম্পাস।
বৃহস্পতিবার (২রা জুন) কর্মচারী সমিতির সভাপতি তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক বি এম আশিকুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, গত ১লা জুন আপগ্রেডেশন বোর্ডের দুজন সদস্য অনুপস্থিত থাকায় কর্মচারীদের আপগ্রেডেশন বোর্ড বন্ধ হয়ে যায়। ক্ষুব্ধ কর্মচারীরা তৎক্ষনাৎ কর্মবিরতি ঘোষণা করলে বিপাকে পড়েন শিক্ষার্থীরা। বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের পরিবহনসহ অন্যান্য সেবা। পরে, উপাচার্য ড. এ কিউ এম মাহবুবের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।
২৪ ঘন্টা না পেরুতেই উপাচার্যের বিরুদ্ধে আশ্বাস ভঙ্গের অভিযোগ তুলে ফের কর্মসূচি ঘোষণা করল কর্মচারী সমিতি।
শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দফায় দফায় কর্মবিরতিতে যাওয়ার সংস্কৃতি অশুভ উল্লেখ করে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার আলম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে সবাই নিজেদের স্বার্থ রক্ষায় মহাব্যস্ত। বারবার উপেক্ষিত ও ক্ষতিগ্রস্ত হয় শিক্ষার্থীরা। করোনার অভিঘাতের পর অভ্যন্তরীণ সমস্যা আমাদের একাডেমিক জীবনকে বিষিয়ে তুলছে। সাধারণ শিক্ষার্থীরা এসব থেকে মুক্তি চাই।
প্রসঙ্গত, বিভিন্ন দাবিতে এর আগেও কর্মবিরতিতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিস্থিতি বিঘ্ন করেছেন কর্মচারী সমিতি। এবার শিক্ষক-কর্মচারীদের যৌথ কর্মবিরতি ক্যাম্পাসকে কার্যত বন্ধই করে দিল।
এসএ/