দেশব্যাপী বুস্টার ডোজ সপ্তাহ শুরু, যেকোনো কেন্দ্রেই মিলবে টিকা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারাদেশে আজ শনিবার (৪ জুন) থেকে আগামী শুক্রবার পর্যন্ত সাত দিন বুস্টার ডোজ সপ্তাহ শুরু হয়েছে।
এই সপ্তাহে দেশব্যাপী প্রায় এক কোটি ৪১ লাখ ৭৭ হাজার জনকে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া হবে। এ লক্ষ্যমাত্রা নিয়ে টিকার বিশেষ কার্যক্রম শুরু করতে মাঠে নেমেছে স্বাস্থ্য বিভাগ।
এ ক্যাম্পেইনের আওতায় ১৮ বছর ও তদুর্ধ্ব সবার দ্বিতীয় ডোজ গ্রহণের ৪ মাস পার হলে তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ৪ থেকে ১০ই জুন যেকোনো দিন আপনার নিকটবর্তী টিকাকেন্দ্রে গিয়ে ভ্যাকসিনের তৃতীয় বা বুস্টার ডোজ গ্রহণ করা যাবে। একইসঙ্গে করোনা ভ্যাকসিন দেয়ার স্বাভাবিক কার্যক্রমও চলমান থাকবে। সব টিকাকেন্দ্রে সকাল ৯টা থেকে ভ্যাকসিন প্রদান করা শুরু হবে। ভ্যাকসিন গ্রহণের জন্য সঙ্গে নিয়ে যেতে হবে টিকা কার্ড।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার পর্যন্ত দেশে প্রথম ডোজ টিকা নিয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৫৯ হাজার ৩২২ জন। দ্বিতীয় ডোজের টিকা নিয়েছে ১১ কোটি ৭৫ লাখ ৫৬ হাজার ১০৬ জন। আর করোনার তৃতীয় বা বুস্টার ডোজের টিকা নিয়েছে এক কোটি ৫০ লাখ ৩৯ হাজার ৮০২ জন। এ হিসাবে দ্বিতীয় ডোজের পর বুস্টার ডোজ নেননি এমন লোকের সংখ্যা প্রায় ৯ কোটি ২৫ লাখ।
ওআ/