‘পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে দাওয়াত পাবে সকল বিরোধী, ডান-বামসহ সবাই’


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


‘পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে দাওয়াত পাবে সকল বিরোধী, ডান-বামসহ সবাই’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ২৫ জুন সকাল ১০টায় পদ্মা সেতুর উদ্বোধন করেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে বিশ্ব ব্যাংককেও দাওয়াত দেওয়া হবে। এছাড়া দেশের সকল বিরোধী, ডান-বামসহ সবাই দাওয়াত পাবেন।

শনিবার (৪ জুন) মহাখালীর ব্র্যাক সেন্টারে নারী গাড়িচালকদের প্রশিক্ষণ পরবর্তী সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ব্র্যাক এ অনুষ্ঠানের আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, ‘আগামী ২৫ জুন সকাল ১০টায় পদ্মা সেতুর শুভ উদ্বোধন করেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন যান চলাচলের জন্য তা উন্মুক্ত হবে। সেই অনুষ্ঠানে বিশ্বব্যাংকসহ দেশের বিরোধী সব দলকে দাওয়াত করা হবে। কারণ, এটি জাতীয় অনুষ্ঠান।’

তিনি বলেন, ‘পদ্মাসেতু নিয়ে যারা বিরোধিতা করছেন, উদ্বোধনের দিন তাদেরও আমন্ত্রণ রইল। আর আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন হবে। সশরীরে তারা তা দেখার সুযোগ পাবে।’

নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ষড়যন্ত্রের মধ্য দিয়ে বিএনপির ক্ষমতায় আসার স্বপ্ন কখনই পূরণ হবে না। কারণ, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।’

মোটরসাইকেল চালকরা এখন নিয়ম মেনে চলে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আগে যেভাবে রাস্তায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের দেখা যেত এখন আর তা দেখা যায় না। সবাই নিয়ম মেনে হেলমেট পরে গাড়ি চালায়।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাকের নির্বাহী পরিচালক আশিফ সালেহ। রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘গ্রাজুয়েশন অফ উইমেন ড্রাইভার: এ স্টেপ টোয়ার্ডস রোড সেফটি’ শীর্ষক এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডাইরেক্টর মারসি মিয়াং টেমবন, বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলামসহ অনেকেই।

ওআ/